১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

পাবনার ট্রেনের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মোঃ শরিফুল ইসলাম (২২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ইয়াছিন প্রাং এর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কৈডাঙ্গা রেলব্রিজের পশ্চিম পাশ থেকে পূর্বদিকে হেটে পার হচ্ছিলেন। এমন সময় রাজশাহী গামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ব্রিজ থেকে পড়ে যান এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ৩:০৭ অপরাহ্ণ