১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২ ডিবি সদস্য

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের। এসময় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফুলপুর থানার শাহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহবুব আলম  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে শাহপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক দুষ্কৃতিকারী মারা গেছেন। এসময় দুষ্কৃতিকারীদের গুলিতে আহত হয়েছেন ডিবির দুই সদস্য। তবে নিহত ব্যক্তি ও আহত পুলিশ সদস্যদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, গত ২৪ মার্চ ফুলপুরে অটোচালক জহিরুল হককে হত্যা করে একদল ডাকাত তার সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে যায়। ওই মামলার আসামি যশোর জেলার শাওনকে গ্রেপ্তার করা হয়। শাওন আদালতে স্বীকারোক্তি দেয়ায় জেলা গোয়েন্দা পুলিশ গতরাতে ফুলপুরের সাহাপুরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওনের সহযোগীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই ডাকাত দলের অজ্ঞাত পরিচয়ের এক সদস্য নিহত হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ