১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

মেধাবী হলেও জামায়াত-শিবির চাকরি পাবে না-শাজাহান

ফেনী  প্রতিনিধি:

নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেছেন- মেধা তালিকায় জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের চাকরি দেয়া যাবে না।

মেধা হিসেবে তাদের চাকরি দিলে সরকারি চাকরিতে এসে তারা সরকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী ও স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হবে। তারা শত মেধাবী হলেও তাদের চাকরি দেয়া বন্ধ করতে হবে। গতকাল শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউজে পরিবহন নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা সরকারের মধ্যে ঘাপটি মেরে আছে, যেসকল লোক স্বাধীনতা বিরোধী তাদের চাকরিচুত্য করতে হবে। জামায়াত-শিবির ও জঙ্গীদের যেসকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, হাসপাতাল সব সরকারের অনুকূলে নিয়ে আসতে হবে। যাতে তাদের অর্থ যোগান বন্ধ হয়ে যায়।

পরিবহন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেনী ১ আসনের সংসদ সদস্য জাসদ নেত্রী শিরিন আখতার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহার আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন পরিবহনের পরিচালক হাজী আলাউদ্দিন প্রমুখ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১২:৫৮ অপরাহ্ণ