নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চার মেয়র প্রার্থীকে সতর্ক করা হয়েছে। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী রাশেদুল হাসান রানা ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী এসএম সানাউল্লাহকে শুক্রবার রাতে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরো জানান, ‘মেয়রপ্রার্থীরা যদি পরবর্র্তীতে ফের আচরণবিধি ভঙ্গ করেন; তাহলে নির্বাচনের বিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
দৈনিকদেশজনতা/ আই সি