১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১১

লন্ডনে একাত্তর টিভির সাংবাদিক টিমের ওপর হামলা

অনলাইন ডেস্ক :

পূর্ব লন্ডনের ওয়াইট চ্যাপেল রোডে প্রকাশ্য দিবালোকে একাত্তর টেলিভিশনের সাংবাদিক টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) এ ঘটনা ঘটে। একাত্তর টিভির প্রতিবেদক ফারজানা রূপা এ ঘটনার শিকার হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ প্রযোজক মহিবুল হক। এ ঘটনার আগে হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি।

ফারজানা রূপা বলেন, ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে পেট্রল পাম্পের সামনে ট্রাইপড (ক্যামেরা স্ট্যান্ড) বসিয়ে রাত ১১টার সংবাদে সরাসরি যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এর মধ্যে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি ক্যামেরার স্ট্যান্ডসহ তুলে নিয়ে যান।

ঘটনার পরপর লন্ডন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ৭:২৮ অপরাহ্ণ