নিজস্ব প্রতিবেদক:
চালকদের নামে বরাদ্দকৃত ৫ হাজার অটোরিকশার রেজিস্ট্রেশন বিতরণ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলার স্বাধীনতা হলে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।
তারা বলেন, ইতোমধ্যে আমাদের ৮ দফা দাবির মধ্যে অন্যতম দাবি মেয়াদোত্তীর্ণ অটোরিকশার মেয়াদ বৃদ্ধি না করে প্রতিস্থাপনের দাবি। ৫ হাজার অটোরিকশা রেজিস্ট্রেশন বিতরণের ব্যাপারে চেয়ারম্যান বলেছেন, ৫ হাজার অটোরিকশার রেজিস্ট্রেশনের বিষয়ে কোর্টে কোনো মামলা নেই। এ সংক্রান্ত লিখিত কপি জমা দিলে তিনি কাজ শুরু করবেন। আশা করছি অল্প সময়ের মধ্যে দরখাস্তকারী চালকরা তাদের জন্য বরাদ্দকৃত অটোরিকশার রেজিস্ট্রেশন পাবেন।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে দাবি জানানো হয়, সব বিষয়ে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল, অননুমোদিত পার্কিংয়ের জন্য মামলা না করা, চালকদের হয়রানি বন্ধ করা ও নিবন্ধিত অটোরিকশা চালকদের বিভিন্ন সুবিধা দিতে হবে।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজিজুল হক মুক্তর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, কোষাধ্যক্ষ শাহ আলম সহ ঢাকায় কর্মকর্ত সিএনজি চালকরা।
দৈনিক দেশজনতা/এন এইচ