নিজস্ব প্রতিবেদক:
লন্ডনে দ্বি-পক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রতিবেশী এই দুই দেশের সরকারপ্রধানদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বেশ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা সঙ্কট, তিস্তা ইস্যু, দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাসহ দ্বি-পক্ষীয় সর্ম্পক বৃদ্ধি, অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানি, বাণিজ্য সহযোগিতা, দুই দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে সফরের চতুর্থদিন আজ বৃহস্পতিবার ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ৩টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সভার আনুষ্ঠানিক উদ্বোধনী সেশনে অংশ নেবেন। স্থানীয় সময় ১১টায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে ও কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড অংশগ্রহণকারী সরকার প্রধানদের দেওয়া সংবর্ধনায় অংশ নেবেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সোয়া ১২টায় অংশ নেবেন কমনওয়েলথ সরকার প্রধানদের সভার প্রথম সেশনে। বেলা সোয়া একটায় তিনি প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে কমনওয়েলথ সরকার প্রধানদের সভার দ্বিতীয় সেশন এবং সোয়া ৪টায় তৃতীয় পর্বে কমনওয়েলথ সরকার প্রধানদের এক্সিকিউটিভ সেশনে অংশ নেবেন শেখ হাসিনা।
এরপর রাতে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর