১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

কলকাতার ছবিতে চিত্রনায়ক আলমগীর

বিনোদন ডেস্ক:

অভিনয়ে আজকাল তেমন দেখা যায় না নায়ক আলমগীরকে। গেল শুক্রবার মুক্তি পেয়েছে তার পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’। ছবিটিতে পরিচালনার পাশপাশি অভিনয়েও দেখা গেছে আলমগীরকে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। এবার ঋতুপর্ণার অনুরোধে কলকাতার একটি সিনেমায় অভিনয় করছেন আলমগীর।

বর্তমানে উত্তর কলকাতার বিখ্যাত লাহা বাড়িতে শুটিংয়ে ব্যস্ত আলমগীর। ছবির নাম ‘আমার লবঙ্গতা’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। ছবিটির শুটিংয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন আলমগীর।

সিনেমাটি নিয়ে আলমগীর বলেন,‘আমি কিছুই জানতাম না। এমনকি কে পরিচালক, কে প্রযোজক কিংবা কারা অভিনয় করছে। কিন্তু ঋতু খুব করে ধরলো। ও ফোন করে বললো তোমাকে করতেই হবে। আমি না করে দিয়েছিলাম। কিন্তু ঋতু হচ্ছে আমার ঘরের মেয়ে। শেষমেষ আর ওর রিকোয়েস্ট ফেলাতে পারিনি। আর বেশি কিছু জিজ্ঞাস না করে ওর কথা মতো কলকাতায় চলে এলাম।’

জানা যায়, ‘আমার লবঙ্গতা’ ছবিটি পরিচালনা করছেন বাপ্পা বন্দোপাধ্যায়। ছবিতে আলমগীর ছাড়াও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও অনেকে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ৪:০৪ অপরাহ্ণ