স্পোর্টস ডেস্ক:
মুম্বাইয়ের হয়ে চলতি মৌসুমে প্রথমবারের মত মাঠে নেমেই নিজের প্রতিভার ঝলক দেখান মোস্তাফিজ। টানা তিন ম্যাচে তার দল হারলেও দুর্দান্ত মোস্তাফিজ তুলে নেন ৫ উইকেট। তবে দলের জয়ে ম্যাচে অনেকটা ম্লান ছিল এই তারকা। চার ওভার বল করে দেন ৫৫ রান, থাকেন উইকেট শূন্য।
মোস্তাফিজের এমন পারফর্মেন্সের পরও হতাশ নন ভারতের সাবেক পেসার জহির খান। ক্রিকবাজের সঙ্গে আলাপে মোস্তাফিজকে নিয়ে এই পেসার বলেন, যেকোন দলের জন্য হুমকি হয়ে উঠতে পারেন মোস্তাফিজ।
মোস্তাফিজকে মুম্বাইয়ের এক্স ফ্যাক্টর বলে দাবি করে বাঁ-হাতি এই পেসার আর বলেন, ‘যেকোন প্রতিপক্ষের জন্য সে হুমকি হয়ে উঠতে পারে। কারণ সে একজন এক্স ফ্যাক্টর বোলার, প্রতিপক্ষ দলকে চমকে দেয়ার মত ক্ষমতা আছে তার। সে একজন উইকেট টেকিং বোলার। সে রান কিছুটা বেশি দিলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়ার ক্ষমতা তার আছে।’
দৈনিক দেশজনতা/এন এইচ