১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ২৪ জুন আগাম সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমেই দেশটি সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যাবে।

নির্ধারিত সময়ের চেয়ে এক বছরেরও বেশি সময় আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর: আনাদোলু এজেন্সি ও আলজাজিরা।

বুধবার নিজ বাসভবনে এক ভাষণে এরদোগান বলেন, তার দেশে দ্রুত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা দরকার।

দেশটির নির্বাচন কমিশনকে উল্লেখিত তারিখে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে, কিন্তু তার আগেই প্রস্তুতি গ্রহণ শুরু হয়ে যাবে বলে জানান তিনি।

ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির প্রধান ডেভলেট বাহকেলির সঙ্গে আলোচনার পর এই মন্তব্য করলেন এরদোয়ান। বাহকেলি একদিন আগে আগাম নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন।

তুরস্কের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৯ সালের নভেম্বরে।

তুরস্ক রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রূপান্তরিত হতে যাচ্ছে। আগামী নির্বাচনের পর থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১০:০১ অপরাহ্ণ