১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

নেত্রকোনার ৪ যুদ্ধাপরাধীর বিচার শুরু

নেত্রকোনা প্রতিবেদক:

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুর্গাপুরের খলিলুর রহমানসহ চার আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছে।  এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) জ্যেষ্ঠ বিচারপতি মো. আমীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মামলার চার আসামি হলেন- আজিজুর রহমান (৬৫), আশক আলী (৮২) ও মো. শাহনেওয়াজ (৮৮) ও খলিলুর রহমান (৭২)। আসামিদের মধ্যে প্রথম তিনজন গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও খলিলুর রহমান পলাতক রয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও রেজিয়া সুলতানা চমন। অপরদিকে গ্রেফতার তিন আসামির পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও পলাতক একজনের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম।

আইনজীবী মাসুদ রানা জানিয়েছেন, এই মামলায় আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। প্রসিকিউশন সেই অনুযায়ী সূচনা বক্তব্য রেখেছে। কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়নি। কারণ দেখা যায়, সাক্ষীদের ওপর সমনই জারি হয়নি। পরে আদালত সাক্ষীদের উপর সমন জারিপূর্বক সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

আসামিদের বিরুদ্ধে গত বছরের ৩ মে আনুষ্ঠানিক (ফরমাল চার্জ) অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মুক্তিযুদ্ধকালীন নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এলাকায় অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মতো যুদ্ধাপরাধের পাঁচটি ঘটনায় জাড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। গত বছরের ২৮ নভেম্বর আদালত অভিযোগ আমলে নেন।

চলতি বছর ১২ মার্চ আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ