২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

মিনারেল ওয়াটারের বোতলের মধ্যে সাপের বাচ্চা,

আন্তর্জাতিক ডেস্ক:

মিনারেল ওয়াটারের বোতলের মধ্যে সাপের বাচ্চা, সেই বোতল দেয়া হয়েছে মন্ত্রীকে। বুধবার ভারতের ছত্রিশগড়ের রায়পুরে এমন ঘটনা ঘটেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও স্থানীয় মূখ্যমন্ত্রী ডাক্তার রামন সিং ভারতীয় জনতা পার্টি বিজেপি’র একটি সেমিনারে অংশগ্রহণ করেন। আশ্চর্যজনকভাবে তাদের সামনে রাখা পানির বোতলে সনাক্ত হয় সাপের বাচ্চা।মন্ত্রীর দলের একজন নারী চিকিৎসক বোতলের ভেতর সাপের বাচ্চা সনাক্ত করে। পরিবেশন করার আগে প্রতিটি খাবার তিনি পরীক্ষা করে নিচ্ছিলেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পানির বোতলটি সরিয়ে নেয়। সেমিনারে জন্য আমন অ্যাকোয়া নামের কোম্পানীর কাছ থেকে ২০টি পানির বক্সের অর্ডার করা হয়। এদিকে ওই ঘটনার পর থেকে সকল মিনারেল ওয়াটারের বোতল চেক করার জন্য রাজ্যে সরকার আদেশ জারি করেছে।

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১২:২৫ অপরাহ্ণ