মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে দায়িত্বরত পুলিশের চারজন সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
শামসুদ্দিন দিদার জানান, আজ বুধবার বিকাল চারটায় চেয়ারপারসনের বাসার সামনে নিরাপত্তায় নিয়োজিত চারজন পুলিশ সদস্যকে সরিয়ে নেয়া হয়। যারা বেগম খালেদা জিয়ার বাসার সামনে দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এই টিমে একজন সাব-ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবল ছিলেন।
দিদার জানান, পুলিশ সদস্যরা চলে যাবার সময় বলে গেছেন, উপর থেকে আসা নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়েছে। তবে ঠিক কী কারণে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি দিদার। তিনি বলেন, আমি নিশ্চিত নই, তারাও(পুলিশ সদস্যরা) বলতে পারেননি কী কারণে এই প্রত্যাহার।
এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবু বকর সিদ্দিক দৈনিক দেশজনতাকে বলেন, আমিতো এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমি ঠিক জানিই না। ওই এলাকাটা তো কূটনৈতিক জোনের মধ্যে পড়েছে। তাই এটা পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ বলতে পারবে, আসল কারণটা।
দৈনিক দেশজনতা/ টি এইচ