নিজস্ব প্রতিবেদক:
গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বুধবার। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ৬ জন নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
দৈনিক দেশজনতা/ এমএইচ