আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া দাবি করেছে সিরিয়ার দৌমায় একটি রাসায়ানিক কারখানার সন্ধান পেয়েছে তারা। মঙ্গলবার রুশ টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানান।
তিনি জানান, দৌমায় রাশিয়ার বিশেষজ্ঞ দল একটি রাসায়ানিক কারখানার সন্ধান পেয়েছে। ওই আস্তানায় ক্লোরিনসহ বেশ কিছু বিস্ফোরক দ্রব্য মজুদ রয়েছে। ধারণা করা হচ্ছে এটি কোন বিদ্রোহী গোষ্ঠীদের দ্বারা পরিচালিত হতো।
এর আগে, সিরিয়ার দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ খতিয়ে দেখতে সেখানে পৌঁছায়, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা- ও.পি.সি.ডব্লিউ-এর তদন্তদল। সেখানে রাসায়ানিক হামলার বিষয়টি খতিয়ে দেখার কথা রয়েছে তাদের।