স্পোর্টস ডেস্ক:
সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ড্র অনুষ্ঠিত হলো বুধবার। সাত জাতির আসরে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী হিসেবে আয়োজক দল পেয়েছে নেপাল, পাকিস্তান ও ভুটানকে। ‘বি’ গ্রুপের তিন দল- ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
এদিন রাজধানীর একটি হোটেলে সাফের ড্র অনুষ্ঠিত হয়। সাফের বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সাফ ও বাফুফের প্রতিনিধিবৃন্দ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অবশ্য তুলনামূলকভাবে সহজ গ্রুপেই পড়েছে। সবচেয়ে শক্তিশালী দুই দল ভারত ও মালদ্বীপ পড়েছে অন্য গ্রুপে। এক সময় আট দল নিয়ে সাফ হলেও আফগানিস্তান সাফ থেকে বেড়িয়ে যাওয়ায় এবার সাত দলের আসর হচ্ছে। সর্বশেষ আসরটিও অবশ্য সাত দলেরই ছিল। সেবার পাকিস্তান অংশ নেয়নি।
ঢাকায় সর্বশেষ সাফের আসর বসেছিল ২০০৯ সালে। সেবার সেমি ফাইনালে থেমে গিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে শিরোপা জিতে বাংলাদেশ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

