২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫১

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সালমান

বিনোদন ডেস্ক:

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খান কে যোধপুর দায়রা জজ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর যোধপুর কেন্দ্রীয় কারাগারে ৪৮ ঘণ্টা বন্দী থাকার পর জামিনে মুক্তি পান এই বলিউড তারকা। জামিন পেলেও ভারতের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। এবার যোধপুর আদালতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন করেন সালমান খান। আজ মঙ্গলবার সকালে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন যোধপুরের দায়রা জজ আদালত।

দায়রা জজ আদালতের বিচারক চন্দ্র কুমার সোংগারা সালমান খানকে যুক্তরাষ্ট্র, কানাডা আর নেপাল ভ্রমণের অনুমতি দিয়েছেন। আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এসব দেশে ভ্রমণ করতে পারবেন সালমান। তবে সালমান কেন এসব দেশ ভ্রমণ করবেন, তা আবেদনে উল্লেখ করা হয়নি। উল্লেখ না করলেও জানা গেছে, ছবির শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছেন ভাইজান।

গতকাল সোমবার থেকে আলী আব্বাস জাফরের পরিচালনায় তিনি মুম্বাইয়ে ‘ভারত’ ছবির শুটিং শুরু করেছেন। এদিকে এই ছবির মধ্য দিয়ে দুই বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘ভারত’ ছবির কাজ শেষ হওয়ার পর সালমান ‘কিক টু’ ছবির কাজ শুরু করবেন। এরপর তাঁকে নেমে পড়তে হবে ‘দাবাং থ্রি’ ছবির শুটিংয়ে। সব মিলিয়ে এ বছর দম ফেলার ফুরসত নেই সালমানের। কারাগার থেকে মুক্তি পেলেও বছরজুড়ে তাঁকে কাজে আটকে থাকতে হবে। ডেকান ক্রনিকল।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ৭:৪৮ অপরাহ্ণ