১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

ধামরাইয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে।

র‌্যাব ২-এর কোম্পানি কমান্ডার আনোয়ার রাজ্জাক জানান, আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ধামরাই-কালামপুর সড়কে চুমবাগ ইউনিয়েনের কেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে জানালেও র‌্যাব তাদের নাম-ধাম বলতে পারেনি।

র‌্যাব-২ এর কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘শৈলেন এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কয়েক কোটি টাকা স্থানান্তর করবে এই খবর পেয়ে তিনজন ডাকাতির উদ্যোগ নেয়।গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল কেলিয়া মোড়ে যাওয়া মাত্রই তারা গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি করলে তিনজন ঘটনাস্থলেই মারা যান।’

এ সময় র‌্যাবের দুই সদস্য এসআই রাজ্জাক ও সোহেল আহত হয়েছেন বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ৭:২৭ অপরাহ্ণ