১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন জি সেভেনের

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত গ্রুপ অব সেভেন (জি সেভেন)। এর সদস্য রাষ্ট্রগুলো হামলার জন্য বাশার আল আসাদকে দায়ী করেছে। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়। জি সেভেনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ট্রুডো।

বিবৃতিতে বলা হয়, ‘কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ গত ৭ এপ্রিল পূর্ব ঘৌটায় বাশার আল আসাদের রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ এছাড়া সিরিয়ায় ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত ক্ষেপনাস্ত্র হামলার পূর্ণ সমর্থন জানিয়েছে জি সেভেন। বিবৃতিতে সিরিয়ায় ক্ষেপনাস্ত্র হামলাকে আবশ্যক বলেও উল্লেখ করা হয়।

পশ্চিমা বিশ্ব অভিযোগ তুলেছে, সিরিয়ার গত ৭ এপ্রিল রাসায়নিক হামলা করেছে বাশার আল আসাদের বাহিনী। এরপরই আসাদকে রাসায়নিক হামলার দায় দিয়ে গত ১৩ এপ্রিল সিরিয়ায় যৌথভাবে ক্ষেপনাস্ত্র হামলা করে ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শুরু থেকেই সিরিয়ায় রাসায়নিক হামলার কথা অস্বীকার করে আসছে বাশার আল আসাদ ও সিরিয়ার শক্তিশালী মিত্র রাশিয়া। সূত্র: আনাদুলু

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ২:১১ অপরাহ্ণ