নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈশাখী মেলার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অশ্লীল নৃত্যের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চার নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা সোমবার রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মাহফুজা, শারমিন, রাবিয়া ও আঁখি মনি। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, পহেলা বৈশাখ উদযাপনের নামে মাওনা ইউনিয়নের বারতোপা বাজার সংলগ্ন একটি খোলা জায়গায় বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয়রা। মেলাটির কোন অনুমোদন না থাকায় এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেলার প্যান্ডেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেলার আয়োজকরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজন নারীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫দিন করে কারাদণ্ড দেয়া হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ