২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৪২

আমার দেখা মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন ২২ এপ্রিল

শিল্পসাহিত্য ডেস্ক:

আমেরিকা প্রবাসী লেখক আজাদুল হকের ‘আমার শৈশব-আমার কৈশোর : আমার দেখা মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। আগামী ২২ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করবে ‘লাইভ টু ওয়েব’। এছাড়া আগত অতিথিগণের সাক্ষাৎকারও সম্প্রচার করা হবে।

টেকনোলজি নিয়ে কাজ করলেও তার মন পড়ে থাকে সাহিত্যে, কবিতায়, লেখালেখিতে। এছাড়া শখ হিসেবে গ্রাফিক্স ডিজাইন, থ্রি-ডি অ্যানিমেশন এবং ডকুমেন্টরি নির্মাণ করেন। সময়-সুযোগ পেলে ছবিও তোলেন। তার বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১:১৬ অপরাহ্ণ