নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব। ফলে ঢাকামুখী শিক্ষার্থীর ঢল। পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে তাদের বড় একটি অংশই রাজধানীতে থেকে যাচ্ছে। চাকরি বা কাজের সন্ধানেও অনেকে আসছে। বিয়ের পর স্ত্রীকে এনে অনেকেই সংসার পাতছে ঢাকায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং গ্রামে রাজনৈতিক ও ব্যক্তিগত সংঘাতের জেরে জীবন বাঁচাতেও অনেকে আসছে। এভাবে নানা কারণে বসবাসের জন্য সারাদেশ থেকে প্রতিদিন ঢাকায় আসছে ৯৫৯ জন।
গত দুই বছরে এ সংখ্যা গিয়ে ঠেকেছে ৭০ লাখে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ ২০১৬ তে এসব তথ্য উঠে এসেছে।
বিবিএস বলেছে, বিয়ে, চাকরির সন্ধান, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ২০১৪ ও ২০১৫ এই দুই বছরে দেশের অভ্যন্তরে স্থান বদল হয়েছে দুই কোটি ২১ লাখ মানুষের। এদের মধ্যে ৩১.৫ শতাংশই এসেছে ঢাকায়।
শ্রমশক্তি জরিপের প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ বলেন, নমুনা ভিত্তিতে এক লাখ ২৩ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপ করতে গিয়ে দেখেছি, একক কোনো কারণে মানুষ অভিবাসী হয়নি। অভিবাসনের বহুমাত্রিকতা রয়েছে। তবে সবচেয়ে বেশি অভিবাসী এসেছে ঢাকায়।
জরিপে দেখা গেছে, গত দুই বছরে যে দুই কোটি ২১ লাখ মানুষ স্থান বদল করেছে, তাদের মধ্যে নারীই বেশি। এ সংখ্যা এক কোটি ৫১ লাখ। বাকি ৭০ হাজার পুরুষ অভিবাসী হয়েছে এক জেলা থেকে আরেক জেলায়। অর্থাৎ এই বিশাল জনগোষ্ঠী দেশের এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে বসবাস শুরু করেছে। এর কারণ হিসেবে বড় একটি অংশ বলেছে বিয়ে। বিয়ের পর নারীদের নিজ জেলা থেকে আরেক জেলায় স্থায়ীভাবে চলে যেতে হচ্ছে। অনেকে বলেছে, চাকরি কিংবা কর্মসংস্থানের আশায় অভিবাসী হতে হয়েছে। আবার অনেকে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিন্ন জেলায় তাদের যেতে হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)-এ দুটি সংস্থার আলাদা প্রতিবেদনেও দেখা গেছে, অভ্যন্তরীণ অভিবাসন প্রতিদিনই বাড়ছে। কারণ বিয়ে, চাকরির সন্ধান ও জলবায়ু পরিবর্তনের প্রভাব।
রামরুর কর্মসূচি পরিচালক মেরিনা সুলতানা বলেন, মাঠপর্যায়ে আমরা নিজেরাও জরিপ করতে গিয়ে দেখেছি, রংপুর-কুড়িগ্রামের মানুষ কর্মসংস্থানের আশায় চট্টগ্রামে পাড়ি জমিয়েছে। অনেকে ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ করছে। মূলত কাজের খোঁজে মানুষ নিজ বাসভূমি ছাড়ছে।
বিবিএসের জরিপে দেখা গেছে, যে দুই কোটি ২১ লাখ মানুষের অভিবাসন হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে রাজধানীতে ৩১.৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ অভিবাসী গেছে চট্টগ্রাম বিভাগে ২০ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে খুলনা বিভাগ ১৭ শতাংশ।
দৈনিক দেশজনতা/এন এইচ