১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

পুলিশের হ্যান্ডকাফসহ আটক ৯ অপহরণকারী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরা এলাকা থেকে পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ ৯ অপহরণকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ডিএমপি’র মিডিয়া উপ-কমশিনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৯ অপহরণকারীকে আটক ও অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বুধবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জনানো হবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ