২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১০

আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে বাড়ি নির্মাণ ও মোটা অংকের টাকা অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন হুইপ আতিককে জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে গত ৫ এপ্রিল এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে হুইপ আতিককে তলব করা হয়েছিল। তলবে সাড়া দিয়ে তিনি সকালে দুদক কার্যালয়ে আসেন।

দুদক সূত্র জানায়, হুইপ আতিকের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট অফিস তিনআনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ার ৩০ একরের বাগান বাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে-বেনামে শত কোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখা, স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ