১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

আমিন জুয়েলার্সের ৬০০ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে ডিসিসি মার্কেটের ছাদ কেটে আমিন জুয়েলার্সের বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ মার্কেটের নিরাপত্তারক্ষী সোবহানকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় দোকানটি অবস্থিত। গত শনিবার রাতে কাজ শেষ করে দোকান বন্ধ করেন কর্মচারীরা। সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার আমিন জুয়েলার্সের এই শাখা বন্ধ ছিল। সোমবার সকালে এসে কর্মচারীরা ক্যাশ বক্সে টাকা কম  দেখতে পান। এরপর এক ক্রেতা গয়না নিতে এলে বক্স এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এ সময় তল্লাশি করার পর কয়েক শ’ ভরির গয়না কম পাওয়া যায়। এ ছাড়া ২২ লাখ টাকাও পাওয়া যাচ্ছিল না। পরে গুলশান থানা-পুলিশকে খবর দেয় মালিকপক্ষ। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পুলিশের উপস্থিতিতে কী পরিমাণ গয়না চুরি হয়েছে, তা শনাক্ত করার কাজ চলছিল। দোকানটির দোতলায় ছাদ কাটা পাওয়া যায়।
গুলশান বিভাগের রফিকুল ইসলাম জানান, মালিকপক্ষ তাদের জানিয়েছে দোকান থেকে ২২ লাখ টাকা ও ৬০০ ভরি স্বর্ণালংকার তারা পাচ্ছেন না। তদন্তের স্বার্থে নিরাপত্তাকর্মী সোবহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১০:১১ অপরাহ্ণ