২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

সৌদিতে যৌথ সামরিক মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে এক যৌথ সামরিক মহড়া ও কুচকাওয়াজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার (১৬ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গালফ শিল্ড-১’ শীর্ষক এ যৌখ সামরিক মহড়া পরিদর্শন করেন তিনি। সৌদি বাদশাহ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এসময় উপস্থিত ছিলেন।

যৌখ মহড়ায় বাংলাদেশসহ ২৪টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেয়। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, সুদান, মৌরিতানিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, শাদ, জিবুতি, নাইজার, কমরোস, আফগানিস্তান, ওমান, গায়ানা, তুরস্ক ও বুরকিনা ফাসো।

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষায় বন্ধু দেশগুলোর প্রতিরক্ষা সমন্বয় ও সহযোগিতায় সৌদি আরব মাসব্যাপী এ সামরিক মহড়ার আয়োজন করে। সৌদি বাদশাহর আমন্ত্রণে এ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

এর আগে ‘গালফ শিল্ড-১’ এ অংশ নিতে দুইদিনের সরকারি সফরে রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি আরবের  প্রতিমন্ত্রী ও মজলিশ আল শুরা বিষয়ক কেবিনেট সদস্য মোহাম্মদ বিন ফয়সাল আবু সাক এবং রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ৯:৩৪ অপরাহ্ণ