চট্টগ্রাম প্রতিবেদক:
দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে শুনানি শেষে কারাগারে পাঠানের আদেশ দেয় আদালত। এর আগে দুপুরে চট্টগ্রাম বন্দর ভবন থেকেই বন্দর কর্মকর্তা সন্দীপনকে গ্রেফতার করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, চট্টগ্রাম বন্দরে মালামাল ক্রয়ে টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৩ সালে বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
তিনি বলেন, ২০১৩ সালের ২৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরে এভিয়ার এবং কার্গো চার্জার ক্রয়ে দুর্নীতির অভিযোগে বন্দর থানায় দুইটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। এই দুটি মামলায় সোমবার দুপুরে তাকে গ্রেফতারের পর বিকেলে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
দৈনিক দেশজনতা /এন আর