ঝিনাইদহ প্রতিনিধি:
সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খাঁনের পিতা নবাই বিশ্বাসকে ঝিনাইদহ থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চরমুরাড়ীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে ওসি এমদাদুল হকের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘একটু আমি ব্যস্ত তো, পরে রিং দিচ্ছি। যার সংবাদ নিচ্ছেন, তাকে আমরা ঠিকানার জন্য নিয়ে এসেছি। পরে বিস্তারিত সব জানাবো।’
ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চরমুরাড়ীদহ গ্রামে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শেষে দুপুরে চানখাঁরপুর যাওয়ার পথে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে রাশেদসহ ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর আরও দুই যুগ্ম আহবায়ক নুরুল হক নুরু ও ফারুক আহমদকে সাদা মাইক্রোতে করে তুলে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবি’র সদস্যরা। কিছুক্ষণ পর ডিবি অফিস থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়, কিছু তথ্য সহযোগিতার জন্য তাদের নিয়ে আসা হয়েছিল। তাদের আটক বা গ্রেফতার করা হয়নি।
দৈনিক দেশজনতা/ টি এইচ