১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫০

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজন হেলপার নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেলের (২৭) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান জানান, চান্দনা-চৌরাস্তা থেকে একটি লেগুনা শ্রীপুরের দিকে যাচ্ছিল। পোড়াবাড়ি মাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান লেগুনাটিকে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যান থেকে রুবেল ছিটকে নিচে পড়ে যান এবং ওই ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান ইন্সপেক্টর।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ