১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

মুম্বাইয়ে মধুর সময় কাটছে মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক:

ঠিকানা বদলেছে মোস্তাফিজুর রহমানের। দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটানোর পর এবার মুম্বাই ইন্ডিয়ানসে তিনি। সে পুরনো কথা। এবার নতুন ঘরে দিনকাল কেমন কাটছে এ পেস সেনসেশনের? তা নিয়ে কয়েক দিন ধরেই কৌতূহল বিরাজ করছিল বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীর মধ্যে। অবশেষে প্রিয় ভক্ত ও সমর্থকদের কৌতূহল নিবৃত্ত করলেন কাটার মাস্টার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন মোস্তাফিজ। তাতে মুম্বাইয়ে থাকার অনুভূতি শেয়ার করেছেন তিনি, প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ানসে খেলছি আমি। আগের দুই মৌসুম হায়দরাবাদে ছিলাম। ড্রেসিংরুমটা নতুন, সেখানে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন। আমার মতোও অনেকে আছেন। টিম কম্বিনেশনও ভালো।

দ্য ফিজ বললেন, কোচ ও সতীর্থরা ভীষণ সহায়তা করছেন। নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমিও নতুন কিছু শেখার চেষ্টা করছি। নিয়মিত বোলিং করতে হয় ডেথ ওভারে। এ সময় সঙ্গী জসপ্রিত বুমরা। ভারতের বোলিং আক্রমণের কর্ণধারের সঙ্গে রসায়নটা বেশ জমে গেছে মোস্তাফিজের, বুমরা খুব ভালো বোলিং করছেন। বিশেষ করে ডেথ ওভারে। দুজন একসঙ্গে বোলিং করতে পেরে খুব ভালো লাগছে।

নতুন ঠিকানায় যে মধুর সময় কাটছে, ভিডিওবার্তায় মোস্তাফিজের কথাতেই তা বোঝা গেল। নতুন দলে দারুণ করছেন কাটার মাস্টার। ৩ ম্যাচে ১১.৫ ওভারে ৮৮ রান খরচায় শিকার ৫ উইকেট। ডট বল ২৯টি, ইকোনমি রেট ৭ দশমিক ৪৩। এখন পর্যন্ত মুম্বাইয়ের সেরা বোলার তিনিই।

নিজে দুর্দান্ত করলেও দল হেরেই চলেছে। ৩ ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে মুম্বাই। এ হতাশা পোড়াতে পারে টাইগার বোলিং বিস্ময়কে। তবে সামনেই তা কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছেন তিনি। পরবর্তী ম্যাচ আছে ১৭ এপ্রিল নিজেদের ডেরায়। ওই দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে রোহিত অ্যান্ড কোং। সেই ম্যাচে নিশ্চয়ই আফসোসটা দূর করতে সর্বোচ্চাই ঢেলে দেবেন তরুণ পেসার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ২:০৮ অপরাহ্ণ