১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের দাবি করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। অতিসত্তর তাঁর চিকিৎসা দেয়া দরকার।

রিজভী বলেন, গতকালই (রবিবার) বলেছিলাম, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ। তাঁর হাত-পা ও কোমরের ব্যথা আরও বেড়েছে। ক্ষমতাসীনদের দাপটে কারাকর্তৃপক্ষ তাদের মুঠোবন্দি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার দেশনেত্রীকে এক অবনতিশীল স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে রাখার জন্যই কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বিষয়টি গভীর উদ্বেগের ও বন্দি নির্যাতনের শামিল বলেও দাবি করেন রিজভী।

সোমবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কিছু দিন পর পর তাঁর সঙ্গে দেখা করেন। তাদের মাধ্যমে আমরা ম্যাডামের অসুস্থতার কথা জানতে পেরেছি।

বেগম খালেদা জিয়াকে অবিলম্বে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তিনি।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাঁটু ও পায়ের সমস্যায় ভুগছেন এ তথ্য জানিয়ে রিজভী বলেন, নির্জন, পরিত্যক্ত ও স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে তাঁকে রাখা হয়েছে। তাঁকে দেয়া বিছানা-বালিশ অর্থপেডিকের রোগীর জন্য অনুপযোগী। সরকারি মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা অর্থপেডিকের বেড দেয়ার সুপারিশ করলেও এখনও তাঁকে সেই বেড দেয়া হয়নি।

জরুরি ভিত্তিতে বেগম খালেদা জিয়ার এমআরআইসহ উন্নত চিকিৎসার দরকার বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপি ও ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বারবার বলার পরেও কারাকর্তৃপক্ষ বিষয়টিকে উপেক্ষা করে আসছে।

রুহুল কবির রিজভী বলেন, পরিবারের সদস্যরা আগে সাতদিন অন্তর অন্তর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেও এখন ১০ দিন পর দেখা করার নির্দেশ হতে যাচ্ছে।

তিনি বলেন, এর উদ্দেশ্যই হচ্ছে তাঁকে মানসিকভাবে যন্ত্রণা দেয়া। দেশনেত্রীর সুচিকিৎসা নিয়ে কারাকর্তৃপক্ষের টালবাহানা অত্যন্ত রহস্যজনক। সরকারের নির্দেশেই কারাকর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে।

‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করতে না পারায় হতাশায় ডুবছে। লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, কোটা নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল সাহসী পদক্ষেপ’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে পরাজিত হওয়ায় এখন আপনারা বেসামাল হয়ে পড়েছেন। দিশেহারা হয়ে প্রতিদিন আপনারা বকবক করছেন বেশরমের মতো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, বিএনপির সহদফতর সম্পাদক মুনির হোসেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১:১২ অপরাহ্ণ