২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৭

খাগড়াছড়ি সীমান্তে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি:

রাঙামাটি-খাগড়াছড়ি সীমান্তে দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মারিশ্যা-দীঘিনালা সড়কের জোড়া ব্রিজ এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কর্মী তপন চাকমাকে (৪০) গুলি করে হত্যা করে তাদের প্রতিপক্ষ।

অপরদিকে খাগড়াছড়ি-রাঙামাটি সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ৮-৯ কিলো নামক স্থানে ইউপিএিফ’র আরেক কর্মী বিজয় চাকমাকে (৩২) হত্যা করেছে তাদের প্রতিপক্ষ।

ঘটনাটির এলাকা নিশ্চিত করতে খাগড়াছড়িস্থ দীঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন এবং রাঙামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন উভয়ই ঘটনাটি একে অপরের এলাকায় বলে দাবি করেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১২:৩৭ অপরাহ্ণ