১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

সাজেক ভ্যালিতে আগুনে ৩টি কটেজ পুড়ে ছাই

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আগুনে তিনটি পর্যটন কটেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কটেজ তিনটি হল সাজেক বিলাস, গরবা কটেজ ও কাচালং কটেজ।

রোববার দিবাগত গভীর রাত পৌনে ২টার সময় আকস্মিক আগুনের সূত্রপাত হয়। পানির তীব্র সঙ্কট থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। ফলে সাজেক ভ্যালিতে আগুনের লেলিহান শিখা প্রচণ্ড বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে যায়।

জানা গেছে, প্রচণ্ড পানি সঙ্কট থাকায় আগুন নেভানোর মতো কিছুই ছিল না। এছাড়া ঘটনাস্থলে বাতাসের তীব্রতা আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণহীনভাবে আগুন দাউ দাউ করে জ্বলে তিনটি কটেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

নিরাপত্তা বাহিনী, স্থানীয় জনগণ ও দিঘীনালা থেকে ফারয়ার সার্ভিস আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয়রা জানিয়েছেন, কোনো প্রকার বিদ্যুতিক শর্ট সার্কিট দুর্ঘটনার আশঙ্কাও সেখানে নেই। এছাড়া এতটা গভীর রাতে সেখানে কোনো ধরনের রান্নার কাজও চলার কথা নয়? তাহলে আগুনটা লাগলো কিভাবে? এমন প্রশ্ন এখন সাজেকের সকলের মুখে মুখে?

সাজেক থানার ওসি আনোয়ার হোসেন জানান, গভীর রাতে আগুন লাগায় এর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্তে পর জানা যাবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১২:২২ অপরাহ্ণ