আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন। বরং সিরিয়ার জন্য ‘দীর্ঘমেয়াদী’পরিকল্পনার ব্যাপারে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন। ফরাসি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই সিরিয়া থেকে বেরিয়ে আসবে।’ তবে ৭ এপ্রিল বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা শহরে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র ব্যবহারের জবাবে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় বিভিন্ন সরকারি অবস্থানে বিমান হামলা চালায়।
ওই সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, তিনি ট্রাম্পকে সিরিয়ায় সীমিত আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বলেন। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার আগে বেশ কয়েকবার ট্রাম্পের সাথে তার টেলিফোনে আলাপ হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ম্যাক্রোর এমন মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, যুক্তরাষ্ট্রের মিশন পরিবর্তন হয়নি। প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে, তিনি চান সিরিয়া থেকে যত দ্রুত সম্ভব মার্কিন সেনা ফেরত আনতে। তবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেটকে পুরোপুরি গুড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সিরিয়ায় শুক্রবার রাতে হামলার বিষয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকা যে কোনো পরিস্থিতিতে সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য থাকতে চায় না।
উল্লেখ্য, সিরিয়ায় দুই হাজার মার্কিন সেনা রয়েছে। তারা সিরিয়ার পূর্বাঞ্চলে কুর্দিশ ও আরব মিলিশিয়াদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) সহায়তা করছে।
দৈনিকদেশজনতা/ আই সি