আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ডোনাল্ড ট্রাম্প নৈতিকভাবে অযোগ্য বলে মন্তব্য করেছেন এফবিআই’য়ের সাবেক পরিচালক জেমস কমি।
রোববার সন্ধ্যায় এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে কমি এ মন্তব্য করেন। গত বছর এফবিআই’য়ের পরিচালকের পদ থেকে বরখাস্ত হওয়ার এটাই তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার।
এফবিআইয়ের এই সাবেক পরিচালক ‘এ হায়ার লয়ালিটি: ট্রুথ, লাইস এন্ড লিডারশিপ’ শিরোনামে একটি স্মৃতিকথা লিখেছেন। যাতে কঠোরভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অনেক কথা লেখা হয়েছে। কমির অভিযোগ, বইটির প্রচারের জন্য একটি সফরকে দমন করেছে ট্রাম্প।
এবিসি নিউজকে কমি বলেন, এদেশের প্রধান বিষয়গুলোর মূল্যবোধের প্রতি প্রেসিডেন্টকে অবশ্যই শ্রদ্ধা রাখতে হবে এবং মেনে চলতে হবে। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে তার পক্ষে তা করা সম্ভব হবে না। কারণ, প্রেসিডেন্ট পদের জন্য তিনি নৈতিকভাবে অযোগ্য।
দৈনিকদেশজনতা/ আই সি