১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

ভারত আবার চালু করছে ১ টাকার নোট

আন্তর্জাতিক ডেস্ক:

২২ বছর পর আবার ১ টাকার নোট চালু করছে ভারত। ১৯৯৪ সালে ১ টাকার নোট ছাপানো বন্ধ করে দেশটি। তবে শীঘ্রই আবার এ নোটটি ছাপানো হচ্ছে বলে জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। শুধুমাত্র ১ টাকার নোটই ছাপানোর ক্ষমতা আছে অর্থ মন্ত্রণালয়ের। এর উপরে যে কোন ছাপায় রিজার্ভ ব্যাংক।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছাপা হতে যাওয়া ১ টাকার নোটে থাকছে নতুন ডিজাইন। এতে সমুদ্রে তেল উত্তোলনকারী রিগ সাগর সম্রাটের ছবি থাকবে। আরো জানা যায়, ভারত সরকারের ছাপানো নতুন এই ১ টাকার নোটের মাপ হবে ৯.৭X৬.৩ সেমি। রং থাকবে গোলাপি-সবুজ। এতে১৫টি ভাষায় ‘‌১’ সংখ্যাটি লেখা থাকবে।

নোট ছাপাতে বেশি খরচ হয় বলে এক, দুই, পাঁচ টাকার নোট তুলে নেওয়া হয়। তবে ১ টাকার নোটটি আবার ছাড়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রতি বছর সর্বোচ্চ ৫০ লক্ষ ১ টাকার নোট ছাপাতে পারে। তবে মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে এক টাকার নোট ছাপানোর বিরোধিতা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ