১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ রবিবার রাত সাড়ে ৭ টায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আজ অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভায় যোগদানসহ নিউইর্য়কের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আগামী ২৭ এপ্রিল অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ৩:০৬ অপরাহ্ণ