আন্তর্জাতিক ডেস্ক:
জ্বালানি ভরার জন্য ইরানের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি পেয়েছে রাশিয়া। ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজের এক সম্পাদক শুক্রবার রাতে এমন দাবি করেছেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, তাসনিম নিউজের ডিফেন্স ডেস্কের পরিচালক হোসেইন দালিরিয়ান তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান জ্বালানি ভরতে ইরানের হামেদান প্রদেশের নজেহ বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে বলে একমত হয়েছে দুই পক্ষ। মস্কোর অনুরোধে ইরানি কর্তৃপক্ষ এতে মত দিয়েছে বলে উল্লেখ করেছেন হোসেইন।
তবে ইরান এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টুইটারে তিনি আরো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধির সঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি শ্যামখানির যখন গোপন বৈঠক হয়, তখন রাশিয়ার পক্ষ থেকে ওই অনুরোধ জানানো হয়।
গত ১০ এপ্রিল পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভ্রেন্টিয়েভ এক আকস্মিক সফরে তেহরান যান। ওই সফরে শ্যামখানির সাথে তার রুদ্ধদ্বার বৈঠক হয়।
দৈনিকদেশজনতা/ আই সি