১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫২

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় মিন্টু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সকালে সাউথলাইন পরিবহনের একটি পিকআপভ্যান মানিকগঞ্জ যাচ্ছিল। মহাসড়কের মূলজান এলাকায় ওই পিকআপকে পেছন দিক থেকে সাউথলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় পিকআপভ্যান ও বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ