২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৪

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন হামলা আইনগত প্রশ্নবিদ্ধ: করবিন

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলাকে আইনগতবাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
শনিবার করবিন বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে হামলায় যোগ দেয়ায় প্রধানমন্ত্রী তেরেসা মে’কে সংসদে নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী যে হামলা চালিয়েছে সেটা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। এ হামলা পরবর্তীতে ঝুঁকি আরও বাড়বে এবং এটা একটা বিধ্বংসী সংঘর্ষ।
প্রধানমন্ত্রীর তেরেসা মে’র উদ্দেশ্য তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত ট্রাম্পের পেছনে পেছনে না গিয়ে সংসদীয় অনুমোদন চাওয়া। করবিন বলেন, বোমা জীবন বাঁচাতে ও শান্তি আনতে পারে না। ব্রিটেনের উচিত যুক্তরাষ্ট্রের পরামর্শ গ্রহণ না করে প্রতিক্রিয়া ব্যক্ত করা।
সূত্র: আল জাজিরা

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১০:০০ পূর্বাহ্ণ