১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

ঝড়ো হাওয়ায় ফেরি চলাচল বন্ধ দুই রুটে

নিজস্ব প্রতিবেদক:

ঝড়ো হওয়ার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এর মধ্যে শনিবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লঞ্চ,স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। সন্ধ্যার দিকে হঠাৎ করেই প্রবল বেগে বাতাস শুরু হয়। বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। নৌযান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা কাঁঠালবাড়ী ঘাটে আটকা পড়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, তীব্র বাতাসের কারণে সোয়া ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করবে। সরকারি ছুটি থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের বেশ ভীড় রয়েছে।

অপারদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে শনিবার বিকেল ৫টা থেকে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল রয়েছে। বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ব্যবস্থাপক আব্দুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ৯:৪৬ অপরাহ্ণ