১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না মুম্বাই

স্পোর্টস ডেস্ক:

বাংলায় একটা প্রবাদ আছে, ‘যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল’। এর মর্ম হাড়ে হাড়ে টের পেল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে এবারের প্রথম দুই ম্যাচেই হেরেছে দলটি। তৃতীয় ম্যাচে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৯৪ রানের পাহাড়ে উঠেছিল তারা। তবে জেসন রয়ের দানবীয় ইনিংসের সামনে তা মামুলিই হয়ে দাঁড়াল। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারে ১১ রান নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। একেবারে শেষ বলে এসেছে ৭ উইকেটের এই বড় জয়। এ নিয়ে টানা দুই ম্যাচে শেষ বলে হারল মুম্বাই।

শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১১ রান। বল হাতে কাটার মাস্টার মোস্তাফিজ। ম্যাচে ছেড়েছেন দুইটি সহজ ক্যাচ। সেই হিসেব মেলানোর চাপ, সাথে দলকে জেতানোর গুরু দায়িত্ব তো রয়েছে। আগের ম্যাচে ১৯তম ওভারে বল করে মাত্র ১ রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন। এমন পারফরম্যান্সই তার ওপর অধিনায়ক রোহিত শর্মার আশা বাড়িয়ে দিয়েছে নিশ্চিতভাবে। কিন্তু প্রথম দুই বলেই একটি চার ও ছয় মারেন রয়। দু’দলের স্কোর তখন সমান। জিততে দিল্লির প্রয়োজন এক রান। এসময় পর পর তিনটি ডট বল দিয়ে ম্যাচ জমিয়ে ফেলেন দ্য ফিজ। শেষ বলে প্রয়োজন এক রান। রান নিতে না দিলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। শত সমর্থকের প্রার্থনার মাঝে মোস্তাফিজ ছুড়লেন শেষ বলটি। সব ফিল্ডার ৩০ গজের বৃত্তের মধ্যে। রয় উড়িয়ে মারলেন বলটি, পূর্ণ করলেন এক রান। দারুণ উত্তেজনার ম্যাচে ৭ উইকেটের জয় এনে দিলেন এই ডানহাতি। মোস্তাফিজদের টানা তৃতীয় ম্যাচে নীল হতে হলো হারের বেদনায়।

এর আগে ১৯৫ রানের লক্ষ্যে ছুঁটতে গিয়ে ৫০ রানের উদ্বোধনী জুটি পায় দিল্লি। অধিনায়ক ও ওপেনার গৌতম গম্ভিরের বিদায়ের পর অপর ওপেনার রয় রিশভ পান্তকে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি। পান্ত ২৫ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৪৭ রান করে উইকেট হারান। দলীয় ১৩৫ রানে বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েলও। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে শেষ ৬.৪ ওভারে প্রয়োজনীয় ৬০ রান তোলেন রয়। তিনি ৫৩ বলে ৬টি করে চার ও ছক্কায় সাজান ৯১ রানের অপরাজিত ইনিংস। মুম্বাইয়ের ক্রুনাল পান্ডিয়া ২১ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। মোস্তাফিজ ২৫ রানে পেয়েছেন এক উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল মুম্বাই। ব্যাটিং অর্ডারে উন্নতি হওয়া সূর্যকুমার যাদব ক্যারিবিয়ান ইভিন লুইসকে নিয়ে ৯ ওভারের উদ্বোধনী জুটিতে তোলেন ১০২ রান। সূর্যকুমার করেন দলীয় সর্বোচ্চ ৫৩ রান। লুইস ৪৮ রান করে উইকেট হারান। ইশান কিষান করেন ৪৪ রান। টপ অর্ডারের শুরুর এই তিন ব্যাটসম্যানরা ছাড়া তেমন কিছু করতে পারেননি অন্য কেউ। শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি তোলে মাত্র ৩৬ রান। যেখানে ২০০ ছাড়ানো স্কোর খুবই সম্ভব মনে হচ্ছিল, মুম্বাই সেখানে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানেই আটকে যায়। ২টি করে উইকেট নিয়েছিলেন দিল্লির ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিস্টিয়ান ও রাহুল তেওয়াতিয়া।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রয়।

সংক্ষিপ্ত স্কোর-

মুম্বাই ইন্ডিয়ান্স : ১৯৪/৭ (২০ ওভার) (সূর্যকুমার ৫৩, লুইস ৪৮, কিষান ৪৪, রোহিত ১৮, পোলার্ড ০, ক্রুনাল ১১, হার্দিক ২, আকিলা ৪*, মারকান্দে ৪*; বোল্ট ২/৩৯, নাদিম ০/২২, শামি ১/৩৬, ক্রিস্টিয়ান ২/৩৫, তেওয়াতিয়া ২/৩৬, ম্যাক্সওয়েল ০/২১)।

দিল্লি ডেয়ারডেভিলস : ১৯৫/৩ (২০ ওভার) (রয় ৯১*, গম্ভির ১৫, পান্ত ৪৭, ম্যাক্সওয়েল ১৩, আইয়ার ২৭; হার্দিক ০/৩২, ধনাঞ্জয়া ০/৪৭, বুমরাহ ০/২৭, মোস্তাফিজ ১/২৫, মারকান্দে ০/৪২, ক্রুনাল ২/২১)।

ফলাফল : দিল্লি ডেয়ারডেভিলস ৭ উইকেটে জয়ী।

ম্যন অব দ্য ম্যাচ : জেসন রয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ৮:১৬ অপরাহ্ণ