১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

আইনজীবী রথীশ হত্যা মামলার আসামির কারা হেফাজতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী রথীশ চন্দ্র হত্যা মামলার আসামি মিলন মোহন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে রংপুর মেডিকেলে কারা হেফাজতে আসামি মিলন মোহন মারা যান। পুলিশ জানায়, ৪ এপ্রিল অসুস্থতা বোধ করলে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয় মিলন মোহন্তকে। ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে।
এদিকে, এ মামলায় রিমান্ডের ৭ দিনের মাথায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি স্কুল শিক্ষক কামরুল ইসলাম। গত ২৯ মার্চ রাতে আইনজীবী রথীশ চন্দ্রকে হত্যা করে একটি নির্মাণাধীন বাড়ির নিচে পুঁতে রাখা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ