১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩
Labour Party leader Jeremy Corbyn listens to speeches during their annual conference at the Brighton Centre, Brighton.

ট্রাম্পের কথায় যুদ্ধ নয়: করবিন

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়া যুদ্ধে না জড়ানোর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মেকে পরামর্শ দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। শুক্রবার এক বিবৃতিতে এ পরামর্শ দেন তিনি। করবিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা নয় বরং আপনি জাতিসংঘ স্বাধীন তদন্ত রিপোর্টের অপেক্ষা করুন।

বিবৃতিতে তিনি আরও বলেন, “কীভাবে কাজ করতে হবে সেজন্য ব্রিটিশ সরকার দৃশ্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার অপেক্ষা করছে। কিন্তু মার্কিন প্রশাসন উদ্বেগজনকভাবে পরস্পরবিরোধী সংকেত দিচ্ছে। এ অবস্থায় ব্রিটেনের উচিত জাতিসংঘের নেতৃত্বাধীন স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত রিপোর্টের ওপর নির্ভর করা যাতে দোষীদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়।”

জেরেমি করবিন বলেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে কোনো রকমের সামরিক হামলায় জড়িত হতে হলে অবশ্যই জাতীয় সংসদের সঙ্গে পরামর্শ করতে হবে। তিনি বলেন, সিরিয়ায় হামলার বিষয়ে সংসদকে বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা মন্ত্রিসভার উচিত হবে না। সিরিয়ায় হামলা হলে পরিস্থিতি জটিল হবে বলেও তিনি সতর্ক করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১০:৫০ পূর্বাহ্ণ