১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ভারতের মুসলমানদের জন্য আমরা গর্বিত: রাজনাথ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমরা আমাদের দেশের মুসলমানদের জন্য গর্বিত। ভারতে আমরা আইএসআইএলকে বাড়তে দেবো না। আমরা আমাদের মুসলিমদের সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশাসী।’ তিনি শুক্রবার বিভিন্ন ইস্যুতে এক বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

কাশ্মীর সমস্যা প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘কাশ্মির সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের যা করা উচিত তা করা হচ্ছে। কাশ্মিরের পরিস্থিতি স্বাভাবিক নয়। সেখানকার পরিস্থিতি উন্নত করার জন্য সবকিছু করা হচ্ছে। কাশ্মিরি সন্তানদের বিভ্রান্ত করা হচ্ছে, নইলে কেউ স্বয়ং পাথর নিয়ে নিরাপত্তা বাহিনীর সামনে আসতো না।’

রাজনাথ বলেন, ‘পাকিস্তান আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত হচ্ছে না। গোটা বিশ্বকে আমাদের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক মঞ্চে নিয়ে এসেছে। পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়া বন্ধ করে তাহলে তাদের সঙ্গে সংলাপ হতে পারে। আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনি।’

জম্মু-কাশ্মিরে কঠুয়াতে এক ৮ বছরের শিশুকে গণধর্ষণ ও হত্যা প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, ‘এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির সঙ্গে কথা বলেছি। দলীয় সভাপতি অমিত শাহ এবং রাম মাধবের সঙ্গেও কথা বলেছি। এ ধরণের ঘটনায় কঠোর সাজা হওয়া উচিত।’ তিনি বলেন, ‘নারীদের নিরাপত্তার প্রশ্নে আমাদের সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের নিরাপত্তার বিষয়টি রাজ্য সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তারপরও আমাদের সরকার চেষ্টা চালায় দোষীরা যাতে সাজা পায়।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১০:৪৪ পূর্বাহ্ণ