১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

যুক্তরাষ্ট্রে গমনে অনুমতি লাগবে পাক কূটনীতিবিদদের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে গমন করতে এখন থেকে পাকিস্তানি কূটনীতিবিদদের অনুমতি নিতে হবে। আগামী পহেলা মে থেকে এই নিয়ম কার্যকর হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পাকিস্তান দূতাবাসে ওয়াশিংটনের পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়ে দেয়া হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তান দূতাবাস এই নোটিশ পায়।

জানা যায়,পাকিস্তানি কূটনীতিবিদদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গেলে যুক্তরাষ্ট্র প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে। কমপক্ষে পাঁচদিন আগে নোটিশ দিতে হবে। তারপর সেটি খতিয়ে দেখা হবে। সরকার সিদ্ধান্ত নেবে সেই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া যাবে কিনা।

প্রসঙ্গত, গত বছর আগস্ট এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে জঙ্গিদের স্বর্গরাজ্য বলে আখ্যা দিয়ে ব্ল্যাকলিস্টে পাঠিয়ে দিয়েছেন। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। যার ফলে এই পাকিস্তানের জন্য এই কড়া নিয়ম জারি করে যুক্তরাষ্ট্র।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৯:২৩ অপরাহ্ণ