১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

ইলিশের আকাশছোয়া দাম!

নিজস্ব প্রতিবেদক:

বাঙলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ ইলিশ।কিন্তু এই ইলিশে এখন যেন আগুন লেগেছে। ইলিশ ছুঁলেই আগুন ছড়াচ্ছে এর দামে। এক সপ্তাহ আগেও যে আকারের ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৫০০ টাকা। শুক্রবার সে ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা।

শুক্রবার নগরের বক্সির হাট, চকবাজার, বহদ্দার হাট, রেয়াজুদ্দিন বাজার, ও কাজীর দেউড়ি বাজারে খোজ নিয়ে এ তথ্য জানা যায়।

বাজারে খুব কম বিক্রেতাকে ইলিশ মাছ বিক্রি করতে দেখা যায়। পক্ষান্তরে বাজারে এখন অনেকেই ইলিশের পরিবর্তে তেলাপিয়া ক্রয়ের দিকে ঝুঁকছেন বলেও জানা যায়।

ক্রেতাদের অভিযোগ, বাংলা বর্ষ বরণকে কেন্দ্র করে ইলিশের অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে এক শ্রেণির অসাধু বিক্রেতা এর দাম বাড়িয়ে দিয়েছে। বাজারে সরবরাহ কম দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে ইলিশের দাম বৃদ্ধি করেছে।

তবে বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ কম। সাগর থেকেও ইলিশ কম ধরা পড়ছে। সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি। আর বৈশাখের সময় চাহিদা বাড়ার কারণেও দাম একটু বৃদ্ধি পেয়েছে।

বক্সির হাটের একজন ইলিশ মাছ বিক্রেতা বলেন, ‘সাধারণত পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু সে পরিমাণ ইলিশ সরবরাহ অনেক কম। তাই দাম একটু বেশি।’

জানা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে আগে মাঝারি আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছিল ৩০০ টাকা, কিন্তু আজ একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। বড় আকারের প্রতিকেজি ইলিশ বিক্রি হয়েছিল ৫০০ টাকা, কিন্তু গতকাল তা বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৮:১৩ অপরাহ্ণ