১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

মহাসড়কের ৪ কিলোমিটার জুড়ে আলপনা

ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলা নববর্ষ ২০২৫ উপলক্ষে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়ার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে আলপনার কাজ করছে। শুক্রবার সকাল থেকে তাদের আলপনার কাজ করতে দেখা যায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০০ ছাত্রী ৪০টি দলে ভাগ হয়ে মহাসড়কের ঝালুয়া থেকে দশালিয়া পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা নানান রঙের আলপনায় রঙিন করে তুলে।
কয়েকজন ছাত্রী জানায়, মহাসড়কে আলপনা এঁকে আমরা আনন্দ উপভোগ করছি। গত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রীদের আলপনার আঁকা থেকে আমরা এ বিশ্ব রেকর্ড গড়ার অনুপ্রেরণা পাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ৪ কিলোমিটারের আলপনা হবে বিশ্বের সবচেয়ে বড়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৮:০১ অপরাহ্ণ