২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৬

বর্ষবরণ নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে  সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা শুধু প্রস্তুতিই নেইনি, কীভাবে কী করতে হবে এটারও প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা চাই সমস্ত বাংলাদেশের মানুষ এই দিনটি সুন্দরভাবে উদযাপন করুক।’
শুক্রবার বিকালে রমনা বটমূলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বিকাল পাঁচটার পর উন্মুক্ত স্থানে বর্ষবরণের কোনো অনুষ্ঠান করা যাবে। রমনা পার্কের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, আমরা শেষ সময়ের নিরাপত্তাব্যবস্থা পরখ করে নিলাম।
মন্ত্রী বলেন, ‘আগামীকাল পয়লা বৈশাখ, এর পরদিন আমাদের পবিত্র শবে মিরাজ। এটা মুসলমানদের একটা প্রাণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান যাতে বিঘ্ন না ঘটে এবং যথাযথ মর্যাদার সঙ্গে সেই উৎসবটি পালন করতে পারে সেজন্য আমরা পাঁচটার পরে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বারণ করেছি।’
নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘সন্ধ্যার পরে আপনারা বাসায় থেকে পয়লা বৈশাখ করুন। যে যার মতো করবেন, আমাদের কোনো বাধা নিষেধ নেই।’
মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমি জানাতে চাই, পাঁচটার মধ্যে উন্মুক্ত স্থানে কেউ যেন কোনো অনুষ্ঠান না করে। এটা আমাদের অনুরোধ থাকবে।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ