১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

বিসিএল-এ চলছে তুষার ঝড়!

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন দক্ষিণাঞ্চলের হয়ে খেলা তুষার ইমরান। গতকাল দিন শেষে ৪৬ রান করে অপরাজিত থাকা তুষার ইমরান আজ ১০৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৩০ রান।

আজ চলছে ম্যাচের শেষ দিনের খেলা। শুক্রবার নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে দক্ষিণাঞ্চল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ২৮১ রান। প্রথম ইনিংস শেষে দক্ষিণাঞ্চল ১০৩ রানের লিডে ছিল।

গত মঙ্গলবার ম্যাচের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে তারা ৪০৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে তুষার ইমরান ১৩০, ফজলে মাহমুদ ৮৯ ও দেলোয়ার হোসেন ৬৩ রান করেন। পূর্বাঞ্চলের পক্ষে আবু জায়েদ রাহি ২টি, মোহাম্মদ সাইফউদ্দিন ২টি, খালেদ আহমেদ ৪টি ও সোহাগ গাজী ১টি করে উইকেট নেন।

এরপর পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩০০ রান সংগ্রহ করে অলআউট হয়। দলের পক্ষে লিটন দাস ৭৫ ও জাকের আলী ৭৬ রান করেন। ৭৫ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। দক্ষিণাঞ্চলের পক্ষে কামরুল ইসলাম রাব্বী ৪টি, আব্দুর রাজ্জাক ৩টি ও নাঈম হাসান ৩টি করে উইকেট নেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ